রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে আজ  জেলার  বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য শস্য প্রদান করা হয়েছে।

 

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

 

বৃহস্পতিবার সকাল ১০  টায়  উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

 

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো: সাইদুল আলম, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনন্দ বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি  ঊষামং মার্মা প্রমুখ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যবসায়ীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে  নগদ ১০ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ প্রত্যেককে  ৩০ কেজি করে চালসহ মশারী বিতরণ করা হয়।

আরও দেখুনঃ

Leave a Comment