Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙামাটির ৩ উপজেলায় অবৈধ ইটভাটা ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

রাঙামাটি জেলার তিনটি উপজেলায় প্রশাসন অভিযান পরিচালনা করে ১৫টি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে। এতে এসব ইটভাটার মালিকদের পাঁচলাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে।

 

রাঙামাটির ৩ উপজেলায় অবৈধ ইটভাটা ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

 

উচ্চ আদালতের নির্দেশনায় এবং বনাঞ্চল রক্ষায় গত কয়েকদিন ধরে প্রশাসন অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটাগুলো বন্ধ করে দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার কাউখালী উপজেলার ১১টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এতে ইটভাটার মালিক পক্ষদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।

লংগদু উপজেলার দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এতে ইটভাটার মালিক পক্ষদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। সর্বশেষ রাজস্থলী উপজেলার দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এতে মালিক পক্ষদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য,মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version