বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) সকালে রাঙামাটি পৌরসভা থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা আল আমিন সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
রাঙামাটির পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। রাঙামাটি পৌর জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি মাওলানা মো. শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে সফল বিল্পব সাধন হয়েছে তা সমুন্নত রাখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলার মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আরও দেখুনঃ