কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে –খবর দিয়ে শুরু করছি রাঙ্গামাটি জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
১০ দিন আগেই কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে প্রতিবছর কার্প জাতীয় মাছের প্রজনন, বংশ বৃদ্ধি ও পোনা মাছ অবমুক্তর জন্য ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর হ্রদের পানি অতিরিক্ত স্বল্পতা দেখা দেওয়ায় ১০ দিন আগেই এ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ফলে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস হ্রদে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকছে। পাশাপাশি বন্ধ থাকছে বাজারজাতকরণ এবং পরিবহনও।
কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। এ হ্রদের পানির ওপর নির্ভর করে গড়ে উঠেছে দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র। তবে লেকের পানির পরিমাণ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও সর্বনিম্নে নেমেছে। বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্য সময় পাঁচটি ইউনিট সচল থাকলেও পানির অভাবে এখন চারটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।
হ্রদের পানিতে বিজুর ফুল ভাসিয়ে শুরু বৈসাবি
মহাসমারোহে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। হ্রদের স্বচ্ছ নীল জলে বাহারি ফুল জানান দিচ্ছে শুরু হলো পাহাড়ের বৈসাবি উৎসব। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো।
রাঙ্গামাটিতে বৈসাবির বর্ণিল শোভাযাত্রা
রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে বৈসাবির বর্ণিল শোভাযাত্রা করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।

উদ্বোধন হলো দক্ষিণ কালিন্দীপুর-হ্যাচারী সংযোগ সেতু
রাঙামাটি শহরের দক্ষিণ কাল্ন্দিপুর-হ্যাচারী সংযোগ সেতু উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেতুটি উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার । এদিকে, দীর্ঘদিনের প্রত্যাশার সেতু পেয়ে উচ্ছাসিত রাঙামাটি শহরের হ্যাচারী-সুখীনীলগঞ্জ এলাকার সাধারণ মানুষরা। দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে আরও এ ধরণের সংযোগ সেতু তৈরি করা হবে। সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য।
খাল খনন এর মাটি রাখছে খালেই
রাঙামাটির কাপ্তাই হ্রদের আসামবস্তি খাল খনন করে মাটি ফেলা হচ্ছে খালের পাশেই। এতে খালটি পুনরায় ভরাটের শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। একইসঙ্গে খননকাজের অর্থ অপচয় হচ্ছে বলে জানালেন তারা। রাঙামাটি শহরের একটি সেতু নির্মাণ করতে হ্রদের ওপর বিকল্প সড়ক তৈরি করা হয়েছিল। এ জন্য বন্ধ হয়ে গিয়েছিল কাপ্তাই হ্রদের সংযোগ খাল আসামবস্তি নৌপথের যোগাযোগ। নৌ-যোগাযোগ পুনরায় চালু করতে খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু খননকাজ শুরু হলেও মাটি রাখা হচ্ছে খালের পাশেই।
নতুন বাংলা বর্ষ বরণে রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
বাংলা বর্ষ ১৪৩০ কে বরণে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলশোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
আরও পড়ুনঃ
1 thought on “কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে | সারা সপ্তাহের খবর”