Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙামাটি মেডিকেলে ছয় ছাত্রলীগ নেতার শাস্তি

ছয় ছাত্রলীগ নেতার শাস্তি – রাঙামাটি মেডিকেল কলেজে (রাঙামেক) নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

 

রাঙামাটি মেডিকেলে ছয় ছাত্রলীগ নেতার শাস্তি

রোববার (২৬ জানুয়ারি) কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর সই করা এক নোটিসে এ তথ্য জানানো হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আয়াদ শরিফও রয়েছেন। তিনি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে দুই বছরের জন্য একাডেমিক ও ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য চাকমা এবং সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সৃজন কান্তি দে, অভিজিৎ কুমার বৈদ্য ও সিং সিং এ মং মারমাকে তিন মাসের জন্য কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শাস্তি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।

নোটিসে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। এ সময় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। তখন কলেজের অভিযুক্ত ছয় শিক্ষার্থী হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। ওই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর ওই ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তদন্ত কমিটির প্রধান ও জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিবুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। যাদের শাস্তি দেওয়া হয়েছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।’

 

আরও দেখুনঃ

Exit mobile version