রাঙামাটিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহতের মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরে রাতের অন্ধকারে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

রাঙামাটিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহতের মরদেহ উদ্ধার

 

রাঙামাটিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহতের মরদেহ উদ্ধার

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা (৪৭)। তিনি শহরের দেবাশীষ নগর এলাকায় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার রমনী মোহন চাকমার ছেলে।

 

রাঙামাটিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহতের মরদেহ উদ্ধার

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফুল আমীন জানান, শিশু সদন ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তায় বুধবার রাত ৮টার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রাতে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের বাম হাতের বাহুতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী করাণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওসি জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।

আরও দেখুনঃ

Leave a Comment