Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

মাঠ রক্ষায় সড়কে নামল রাঙামাটি পৌরবাসী

মাঠ রক্ষায় সড়কে নামল – খেলাধুলা, জানাযা, মেলাসহ নানা সুবিধা পেতে পৌরসভার মাঠ রক্ষার্থে সড়কে নেমেছে রাঙামাটি পৌরবাসী। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) পৌরসভার সামনে দাবি পূরণে মানববন্ধন করে তারা।

 

মাঠ রক্ষায় সড়কে নামল রাঙামাটি পৌরবাসী

 

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকায় খেলাধূলার জন্য কোন মাঠ নেই। স্থানীয় শিশু-কিশোরদের খেলাধূলার জন্য পৌর মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন মেলার আয়োজন, ধর্মীয় সভা, জানাযা সকল উৎসব এ মাঠে করা হয়। হঠাৎ পৌর কর্তৃপক্ষ পৌরবাসীর কারো কোন মন্তব্য, পরামর্শ গ্রহণ না করে পুরো মাঠ জুড়ে পাকা করা শুরু করে। মাঠটি পৌর কর্তৃপক্ষের দখল হয়ে গেলে স্থনীয়দের চরম দুর্ভোগ ভোগ করতে হবে।

যে কারণে পৌর কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। প্রত্যাহার না করলে আরও কঠিন আন্দোলনে হুঁশিয়ারী দেন তারা। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি পৌরসভার সাবেক কমিশনার রবিউল আলম, কামাল উদ্দিন, মো. বশির, মো, মামুনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Exit mobile version