Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙামাটির মিনি চিড়িয়াখানাটি বন্ধ করা হোক

মিনি চিড়িয়াখানাটি বন্ধ – রাঙামাটির মিনি চিড়িয়াখানাটি প্রাণীদের জন্য একটি দুঃসহ কারাগারে পরিণত হয়েছে। ২০০২ সালে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় রাঙামাটির একমাত্র বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়।

 

রাঙামাটির মিনি চিড়িয়াখানাটি বন্ধ করা হোক

 

তবে বন্যপ্রাণী বিভাগের অনুমোদন ছাড়াই গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি শুরু থেকেই অব্যবস্থাপনার শিকার। বর্তমানে এর অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। খাদ্য ও পানির অভাব, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে খাঁচায় বন্দি প্রাণীগুলো ধুঁকছে।

আগে প্রাণীর সংখ্যা বেশি থাকলেও বর্তমানে মাত্র একটি ভালুক, একটি হরিণ, চারটি বানর, দুটি শজারু এবং হাতেগোনা আরও কয়েকটি প্রাণী রয়েছে। যারা চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তাদের প্রাণী পরিচর্যার কোনো অভিজ্ঞতা নেই। ভালুকের উপযোগী খাবার না দিয়ে তাকে ভাত খাওয়ানো হচ্ছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অন্যদিকে এমন অব্যবস্থাপনার কারণে দর্শনার্থীর উপস্থিতিও কম। বিনোদনের নামে পশুপাখিকে খাঁচায় বন্দি রেখে অযত্ন-অবহেলায় রাখা বন্যপ্রাণীর সঙ্গে নিষ্ঠুরতা ছাড়া আর কিছু নয়। এই অবস্থায়, অবিলম্বে চিড়িয়াখানাটি বন্ধ করে দিয়ে প্রাণীগুলোকে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্থান্তর করা হোক।

 

আরও দেখুনঃ

Exit mobile version