মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা,ঐতিহাসিক মুজিবনগর -দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে আলোচনা -সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর -দিবস এবং স্বাধীনতা শীর্ষক এ আলোচনা -সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা আনসারের সহকারী জেলা কমান্ডার মো: মুক্তাদির জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান

মহসিন রানা,প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তিদে, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।সভায় স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং ঐতিহাসিক মুজিবনগর -দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করা হয়।
আরও পড়ুন:
3 thoughts on “মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা”