Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

নতুন রূপে সাজছে রাঙামাটির শহীদ মিনার

নতুনরূপে প্রস্তুত করা হচ্ছে রাঙামাটির শহীদ মিনার। কেউ রঙ করছে। কেউ তুলছে পুরোনো প্লাস্টার। আবার কেউ দেওয়ালে বসাচ্ছে রঙ-বেরঙের লাইট। মিনারের গাছগুলোর গোড়ায় করা হচ্ছে লাল সাদা রঙ।

 

নতুন রূপে সাজছে রাঙামাটির শহীদ মিনার

 

বৃহস্পতিবার শহরের রিজার্ভমুখ এলাকায় রাঙামাটি ঐতিহ্যবাহী শহীদ মিনার চত্বরে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর মাত্র কয়েকদিন পর উযাপিত হতে যাচ্ছে মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের একটি অন্যতম দিন। এ দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও আনন্দের সাথে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শুধু তাই নয়। রাঙামাটি পৌর প্রশাসনের উদ্যোগেও গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।

রাঙামাটি শহরকে পরিষ্কার পরিচ্ছনের পাশাপাশি লাইটিং করা হচ্ছে লাল সবুজের মধ্যদিয়ে। একই সঙ্গে শহীদ মিনারগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। পুরোনো জীর্ণতা মুছে রূপ দেওয়া হচ্ছে রঙিনভাবে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ প্রসঙ্গে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, রাঙামাটিবাসি যাতে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর উৎসব পালন করা হয়েছে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনটিকে নানা কর্মসূচির মধ্যদিয়ে সাজানো হয়েছে। শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সালাম প্রদশনি ও ডিসপ্লের আয়োজন করা হয়েছে। শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থাও থাকছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version