Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

আজ ১২টা থেকে রাঙামাটি ডিসি অফিস শাটডাউনের ঘোষণা

রাঙামাটি ডিসি অফিস – তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।

 

আজ ১২টা থেকে রাঙামাটি ডিসি অফিস শাটডাউনের ঘোষণা

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে রাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ শূন্য রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের একাধিক দাবি ও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি।

গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এসময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভিসি নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।

 

আরও দেখুনঃ

Exit mobile version