Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙামাটি মেডিক্যাল এর শিক্ষার্থীদের বিক্ষোভ

‘স্বাস্থ্য শিক্ষা বাঁচাতে, আমাদের ন্যায্য অধিকার’ স্লোগান নিয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রাঙামাটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

 

রাঙামাটি মেডিক্যাল এর শিক্ষার্থীদের বিক্ষোভ

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপরে অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অস্থায়ী ক্যাম্পাসের সামনে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি ও তানভীর আহমেদ, তৃতীয় ব্যাচের পুষ্পিতা দাশ, চতুর্থ ব্যাচের মো. কাহসিন ওয়ানি প্রমুখ।

 

 

বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে আমাদের। এখানে ক্লাসে রুমের সংকট, পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস করার সুযোগ নেই, ছাত্রছাত্রীদের হোস্টেল সমস্যাসহ নানা সংকট নিয়ে লেখাপড়া করতে হচ্ছে। একইসঙ্গে শুরু হওয়া মেডিক্যাল কলেজগুলো আজ নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করছে। আমাদের বেলায় বৈষম্য কেন?

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিক্ষার্থী সামলা আফরিন অমি বলেন, ‘এর আগেও কয়েকবার আন্দোলন করা হলেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি আমাদের। বারবার আশ্বাস পেয়েছি। কিন্তু স্থায়ী ক্যাম্পাসের কাজের কোনও অগ্রগতি দেখছি না আমরা। স্থায়ী ক্যাম্পাস না থাকাতে আমরা অনিরাপদ অবস্থায় ক্লাস করতে হয়ে। প্রায় সময় বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে ক্যাম্পাসে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। আর কতদিন এভাবে চলতে হবে আমাদের? এর একটা সমাধান না হাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’

 

আরও দেখুনঃ

Exit mobile version