রাঙ্গামাটি জেলার ব্যবসা

আমাদের আজকের আলোচনার বিষয় রাঙ্গামাটি জেলার ব্যবসা, রাঙ্গামাটি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত । জেলা প্রশাসন জেলা রাঙ্গামাটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। চট্টগ্রাম থেকে ৭৭ কিলোমিটার (৪৮ মা) দূরে রাঙ্গামাটি। কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে এই জনপদটি অবস্থিত।

 

রাঙ্গামাটি জেলার ব্যবসা
রাজবন বিহার – রাঙ্গামাটি জেলা

 

রাঙ্গামাটি জেলার ব্যবসা:

অতীতে এতদঞ্চলের অর্থনীতি ছিল জুম নির্ভর। জুমে সাধারণত ধান, তুলা, তিল, ভূট্টা, আলু, মিশ, যব, বেগুন, লাউ, আদা, হলুদ, চালকুমড়া, মরিচ, পুঁইশাক, করলা, মেটে আলু ইত্যাদি ফসল উৎপন্ন হতো। উৎপাদনে সিংহভাগ নিজেরাই ভোগ করতেন। সামন্য কিছু উদৃত্ত স্থানীয় বাজারে বিক্রি করা হতো। এর পাশাপাশি পাহাড় থেকে বনজ সম্পদ আহরণ করা হতো যা গৃহস্থালীর কাজে ব্যবহৃত হতো। তারও কিছু অংশ চট্টগ্রাম অঞ্চলে পাঁচার করা হতো।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বর্তমানে জোট মালিকগণ কর্তৃক উৎপাদিত বনজ সম্পদ এতদঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার প্রধান অর্থকরী ফসল হচ্ছে আদা, হলুদ, কচু, কাঁঠাল, আনারস, আম, কলা, মরিচ, পেঁপেঁ, সরিষা, কাজুবাদাম ইত্যাদি। তবে এখানে কোন হিমাগার না থাকায় মৌসুমী ফলমুল সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে কৃষকরা নায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এতদঞ্চলে উৎপাদিত এসব ফল জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারতো। তাছাড়া এখানে কৃষি ও বনজ সম্পদ নির্ভর শিল্প-কারখানা স্থাপন করা সম্ভব।

এখানকার মাটি ফলজ ও বনজ বৃক্ষের জন্য উপযোগী। এখানে ফল ও বন বাগানের প্রচুর সম্ভাবনা রয়েছে। বড় আকারের রাবার বাগানও সৃজন করা যায়। চা চাষের জন্য এতদঞ্চলের মাটি খুবই উপযোগী। এ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে জাতীয় অর্ধনীতিতে অবদান রাখার সুযোগ সৃষ্টি হতে পারে।

 

রাঙ্গামাটি জেলার ব্যবসা
কাপ্তাই হ্রদ – রাঙ্গামাটি জেলা

 

রাঙ্গামাটি জেলায় জুম পদ্ধতিতে পাহাড়ে চাষাবাদ হয়ে থাকে। এ জেলায় উৎপাদিত প্রধান শস্যগুলো হল ধান, পাট, আলু, তুলা, ভুট্টা, সরিষা। এছাড়া এ জেলায় প্রচুর পরিমাণে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে, যা বাইরে রপ্তানি করে এ জেলার লোকেরা জীবিকা নির্বাহ করে থাকে। প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে কাঁঠাল, আনারস, বনজ পণ্য, কাঠ ইত্যাদি। এছাড়া এ জেলায় আম, কলা, লিচু, জাম ইত্যাদি ফলের প্রচুর ফলন হয়।[এছাড়া কাজু বাদাম বর্তমানে রাঙ্গামাটির অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন করেছে।

 

আরও পড়ুূনঃ

2 thoughts on “রাঙ্গামাটি জেলার ব্যবসা”

Leave a Comment