Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙ্গামাটি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

রাঙ্গামাটি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় রাঙ্গামাটি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ, রাঙ্গামাটি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত । রাঙামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রশাসনিক সদর দফতর। এটি পার্বত্য চট্টগ্রামের রাজধানী শহরও। শহরটি ২২°৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৯২°১২’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এবং এর উচ্চতা ১৪ মিটার (৪৬ ফু)। জেলা প্রশাসন জেলা রাঙ্গামাটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। চট্টগ্রাম থেকে ৭৭ কিলোমিটার (৪৮ মা) দূরে রাঙ্গামাটি। কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে এই জনপদটি অবস্থিত। রাঙ্গামাটি একটি পর্যটন গন্তব্য কারণ এটির প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, হ্রদ,উদ্ভিদ এবং প্রাণীজগৎ, দেশীয় যাদুঘর, ঝুলন্ত সেতু ইত্যাদি রয়েছে।

 

সাজেক ভ্যালি – রাঙ্গামাটি জেলা

 

রাঙ্গামাটি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

ক্রমিক নং নাম, পিতা  ও মাতার নাম ঠিকানা কার্যকাল/মেয়াদ
হতে পর্যন্ত
জনাব আবদুল সোবহান রাইংক্ষ্যং  বাজার এলাকা ১৯৮৩ ইং ১৯৮৭ ইং
পিতা- মৃত হামিদ আলী
মাতা-
জনাব সুরেন্দ্র লাল কার্বারী জীবতলী চেয়ারম্যান পাড়া ১৯৮৭ ইং ১৯৯২ ইং
পিতা- মৃত দীনরাম কার্বারী ৩নং ওয়ার্ড, জীবতলী ইউনিয়ন।
মাতা- মৃত অঞ্জনা চাকমা
জনাব সুরেন্দ্র লাল কার্বারী জীবতলী চেয়ারম্যান পাড়া ০৫/০৩/১৯৯৩ইং ০৬/০২/১৯৯৮ইং
পিতা- মৃত দীনরাম কার্বারী ৩নং ওয়ার্ড, জীবতলী ইউনিয়ন।
মাতা- মৃত অঞ্জনা চাকমা

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জনাব চিত্ত রঞ্জন চাকমা ধনপাতা, ৪নং ওয়ার্ড ০৭/০২/১৯৯৮ইং ০৫/০৩/২০০৩ইং
পিতা- জ্ঞান লাল কার্বারী জীবতলী ইউনিয়ন।
মাতা- রেণু বালা চাকমা
জনাব সুরেন্দ্র লাল কার্বারী জীবতলী চেয়ারম্যান পাড়া ০৬/০৩/২০০৩ইং ২১/০৭/২০০৯ইং
পিতা- মৃত দীনরাম কার্বারী ৩নং ওয়ার্ড, জীবতলী ইউনিয়ন।
মাতা- মৃত অঞ্জনা চাকমা
জনাব সুক্ক লাল চাকমা পানছড়ি, ৫নং ওয়ার্ড জীবতলী ইউনিয়ন। ২২/০৭/২০০৯ইং ১৫/০৮/২০১১ইং
(ভারপ্রাপ্ত চেয়ারম্যান)
পিতা- মৃত বলভদ্র চাকমা
মাতা- কান্দুরী চাকমা
সুদত্ত কার্বারী জীবতলী চেয়ারম্যান পাড়া ১৬/০৮/২০১১ ইং
পিতা- মৃত জীতেন্দ্র লাল কার্বারী ৩নং ওয়ার্ড, জীবতলী ইউনিয়ন।
মাতা- কনিকা দেওয়ান

 

ওয়াজ্ঞা চা এস্টেট – রাঙ্গামাটি জেলা

 

আরও পড়ুূনঃ

Exit mobile version