কাউখালীর পর এবার লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

রাঙামাটির কাউখালী উপজেলার পর এবার লংগদুতে অবৈধ ইটভাটা বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

 

কাউখালীর পর এবার লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শনিবার (১১ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো- উপজেলার লংগদু ইউনিয়নে এল বি এম ব্রিকস ও আটারকছড়া ইউনিয়নে কে বি এম ব্রিকস। ইটভাটার মালিকদের নগদ ৮০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

এর আগে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়।এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা অভিযানে লংগদু উপজেলার থানা পুলিশের সদস্য, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment