Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙ্গামাটিতে নব নির্মিত সংযোগ সেতুর উদ্বোধন

রাঙ্গামাটিতে নব নির্মিত সংযোগ সেতুর উদ্বোধন, জেলা শহরের  কালিন্দীপুর-হ্যাচারী-সুখী নীলগঞ্জ এলাকায় নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় শহরের কালিন্দীপুর হ্যাচারী এলাকায় এ সেতুর আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়।রাঙ্গামাটি পার্বত্য জেলা  পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন  এ সেতুটির  উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

 

রাঙ্গামাটিতে নব নির্মিত সংযোগ সেতুর উদ্বোধন

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, আশীষ দাশ গুপ্ত, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মনসুর আহম্মেদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

 

আরও পড়ুন:

Exit mobile version