Site icon রাঙ্গামাটি জিলাইভ | truth alone triumphs

রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩ নভেম্বর

সাফজয়ীদের সংবর্ধনা – সাফজয়ী পাহাড়ের তিন নারী ফুটবলার ঋতু-রূপনা ও মনিকাদের রাঙামাটিতে ট্রাকে সংবর্ধনা দেওয়া হবে। বরিবার (১৮ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।

 

রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩ নভেম্বর

 

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা চাকমাসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

 

 

রাঙামাটির পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বলেন, রাঙামাটি এই কৃতি সন্তানদের সম্মান জানাতে যা যা করা প্রয়োজন জেলা পুলিশের পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলোয়াড়দের নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে। ওরা আমাদের গর্ব। বহু প্রতিবন্ধকতাকে জয় করে এই নারী খেলোয়াড় আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওদের প্রাপ্য সম্মানটা দিতে আমার বদ্ধপরিকর।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, এই কৃতি সন্তানদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে ২৩ নভেম্বর। ওই দিন সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রূপনাদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, দ্বিতীয় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা ও রাঙামাটির কয়েকজন সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশের করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে শাপলা চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি আরও বলেন, এই আয়োজনকে সফল করতে করা হবে ব্যাপক প্রচারণা। সংবর্ধনা অনুষ্ঠানে শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

 

আরও দেখুনঃ

Exit mobile version