আমাদের আজকের আলোচনার বিষয় রাঙ্গামাটি জেলার জনপ্রতিনিধি, রাঙ্গামাটি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। রাঙ্গামাটি একটি পর্যটন গন্তব্য কারণ এটির প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, হ্রদ,উদ্ভিদ এবং প্রাণীজগৎ, দেশীয় যাদুঘর, ঝুলন্ত সেতু ইত্যাদি রয়েছে।

রাঙ্গামাটি জেলার জনপ্রতিনিধি:-
# | শিরোনাম | পদবি | ই-মেইল | |
১ | মোঃ শহীদুজ্জামান মহসীন(রোমান) | উপজেলা চেয়ারম্যান | mdromanmohosin009@yahoo.com | |
২ |
|
|||
৩ | নাসরিন ইসলাম | |||
৪ | জনাব মোঃ আকবর হোসেন চৌধুরী | পৌরসভার মেয়র |

ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন ও রাজ্য স্থাপন করে। ১৬৬৬ সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের দুইটি কামানের মধ্যে ”’ফতেহ্ খাঁ”’ নামে একটি কামান চাকমা রাজার হস্তগত হয়।
চাকমা রাজা কর্তৃক মোঘল যুদ্ধ হতে অধিকৃত কামান ” ফতে খাঁ ” । এটি এখন রাঙ্গামাটি রাজবাড়িতে সংরক্ষিত আছে। ১৭৬০-৬১ সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে।। ১৭৩৭ সালে চাকমা রাজা শের মোস্তা খান মুঘলদেরকে পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সরকার আশির দশকে এই অঞ্চলে চার লক্ষ ভূমিহীন বাঙালীকে পুনর্বাসিত করেন। বর্তমানে তারাও এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছে। বাঙালী ছাড়াও এ অঞ্চলে ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষ এখানে বসবাস করেন।
আরও পড়ূনঃ
1 thought on “রাঙ্গামাটি জেলার জনপ্রতিনিধি”